শাহরাস্তি উপজেলায় ৪ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম
শাহরাস্তি উপজেলায় ৪ মাদক ব্যবসায়ী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ০৭সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর পৌনে একটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার টামটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৩) 'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৪৬ পিছ ইয়াবা এবং নগদ ৩,৬৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। একই দিন শাহরাস্তি উপজেলায় আরেকটি অভিযানে তালিকাভুক্ত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথ বাহিনী। 

রোববার বেলা ১১. ২৫ মিনিটের সময়   স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী শিমুল (২৮), তাপস (৩৫) এবং শাহ পরাণ (২০)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩১,২৪৪ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে