তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর অ্যাওয়ে ম্যাচে কিশোরগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারানোর পর হোম ম্যাচে কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের মুখোমুখি হতে যাচ্ছে চাঁদপুর জেলা ফুটবল দল। আগামী ২১ সেপ্টেম্বর রোববার বেলা তিনটায় জেলা প্রশাসন, চাঁদপুর এর আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
উক্ত ফুটবল খেলায় সকলকে আমন্ত্রিন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।