চাঁদপুরের হাজীগঞ্জে পাওনা টাকার দাবি এবং পাওনাদার কর্তৃক হয়রানির প্রতিবাদে প্রায় ২৫/৩০ ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলার পালিশারা বাজারে প্রবাস ফেরত মো. ইয়াছিনের বিরুদ্ধে বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন করেন। এর আগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে ইয়াছিন বাজারের অন্তত ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা বাকিতে নিয়ে ফেরত দিচ্ছেন না। পাওনা টাকা দাবি করলে তিনি গালিগালাজ করেন, শারীরিক হামলার চেষ্টা করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ বলেন, “ইয়াছিন শুধু আমাদের টাকা ফেরত দিচ্ছেন না, বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার অত্যাচারে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।”
বক্তারা আরও জানান, এক সপ্তাহ আগে এক সালিশ বৈঠকে ইয়াছিন স্পষ্ট করে বলেন, তিনি কোনো টাকা ফেরত দেবেন না। এর আগে সে বাকী খেয়ে বিদেশ চলে যায়। দেশে ফেরার পর পাওনাদার ব্যবসায়ীরা তার কাছে বাকী টাকা ফেরত চাইলে সে হাজীগঞ্জ থানায় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে থানায় লিখিত অভিযোগে মোঃ আব্দুল মমিন অভিযোগে উল্লেখ করেছেন, ইয়াছিন স্থানীয় যুবকদের নিয়ে মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করছেন না। পাওনা টাকা চাইলে গালিগালাজ, মারধর এবং হত্যার হুমকি দেন। অভিযোগপত্রে অন্তত ২৫ জন ব্যবসায়ীর নির্দিষ্ট পাওনা টাকার হিসাবও তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুরসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।