ড্রিমফিল ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস অনলাইন
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম
ড্রিমফিল ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

ড্রিমফিল ফাউন্ডেশন সম্প্রতি এসএসসি ২০২৫ পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি মাদক বিরোধী সচেতনতা এবং স্ক্যাবিস প্রতিরোধ বিষয়ক সচেতনতা সভার মধ্য দিয়ে সমৃদ্ধ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর ইসলাম, অফিসার ইন-চার্জ, কচুয়া, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষ এবং জগতপুর বাজার কমিটির সভাপতি মোঃ হোসাইন ইমাম। এছাড়াও সমাজের নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।

ড্রিমফিল ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন:

  • সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহিন

  • সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান

  • সহ-সভাপতি মীর সাব্বির রায়হান

  • সভাপতি ওবায়েদ উল্ল্যাহ বুলন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • প্রোগ্রাম সভাপতি সাদেক আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • মাওলানা শরীফ পাঠান, বিশিষ্ট সমাজসেবক

  • হোসাইন ইমাম, সমাজসেবক ও জগতপুর বাজার কমিটির সভাপতি

  • মাসুদ এলাহি সুভাষ, সাবেক সফল চেয়ারম্যান, আশ্রাফপুর ইউনিয়ন

  • আজিজুর ইসলাম, অফিসার ইন-চার্জ, কচুয়া থানা

অনুষ্ঠানে সবাই একযোগে আশ্বাস দেন যে, ড্রিমফিল ফাউন্ডেশনসহ সমাজের সকল মানুষ মিলে মাদক নির্মূল এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন।

ড্রিমফিল ফাউন্ডেশনের এই প্রয়াস শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে