চাঁদপুরে ডায়াগনষ্টিক সেন্টার এ মিথ্যা রির্পোট তৈরী, ফরিদগঞ্জে চেকপোস্ট ও জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ পিএম
চাঁদপুরে ডায়াগনষ্টিক সেন্টার এ মিথ্যা রির্পোট তৈরী, ফরিদগঞ্জে চেকপোস্ট ও জরিমানা

 চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক অভিযানে  ডায়াগনষ্টিক সেন্টার এ মিথ্যা রির্পোট তৈরী এবং ল্যাব সরঞ্জামাদির পর্যাপ্ত অভাব ও চেকপোস্টে গাড়ি তল্লাশি করে জরিমানা আদায় করা হয়। 

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ২.৫০  টার সময়  চাঁদপুর জেলার সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপস্থিতিতে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকায় নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এ মিথ্যা রির্পোট তৈরী এবং ল্যাব সরঞ্জামাদির পর্যাপ্ত অভাব পরিলক্ষিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে একই দিন 

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত   যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বাসষ্টান্ড এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ৬০ টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ০৭টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ০৭টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে