ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আদালতের নির্দেশে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমির একটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ১৩২ নং চণ্ডিপুর মৌজার,৪৩০-৪৩১ দাগের জমি নিয়ে প্রথম পক্ষ মো. সবুজ আলী (৩৪), পিতা- মোঃ সরোয়ার হোসেন, সাং- চাপাইগাছি, ডাকঘর-আলমপুর, থানা ও জেলা-কুষ্টিয়া সদরের সঙ্গে বিরোধের কারনে
দ্বিতীয় পক্ষের মো. রুবেল হোসেন (৩৮) পিতা মৃত লোকমান মিয়া মো.ছিলাম মিয়া (৫৫) মৃত্যু মকছেদ মিয়া,৩. মোছাঃ উশা খাতুন (৩৩) স্বামী রাসেল হোসেন। সর্ব সাং- মধুপুর, ডাকঘর-গাড়াগঞ্জ, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ এদের সাথে দীর্ঘদিন ধরে ফিরে চলে আসছিল।
তার যে ধরে আদালত চলতি বছরের ২০ আগস্ট ২০২৫ইং ওই জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। কিন্তু অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করে দ্বিতীয় পক্ষের রুবেল হোসেন বিরোধপূর্ণ জমি থেকে একটা বড় মেহগনি গাছ কেটে ফেলে।সংবাদ পেয়ে পুলিশ কাটা গাছগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে মামলার বাদী সবুজ আলী দাবি করে বলেন কোটের নির্দেশে এখানে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গাছ কেটে নেওয়া স্পষ্টত আদালতের আদেশ ভঙ্গ। এতে তাদের ক্ষতির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটতে পারে। অভিযুক্ত রুবেল হোসেন গাছ কাটার কথা স্বীকার করে বলেন গাছ কেটেছি সত্য তবে প্রশাসনের লোক এসেছিল তাদের সঙ্গে কথা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান ঘটনাটি আমি জানার পর দ্রুত ওই এলাকার বিট অফিসার এএসআই জাহাঙ্গীরকে ঘটনা স্থলে যেতে বলি সে ঘটনা স্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পুলিশে নিয়ন্ত্রণে।