কয়রায় অন্তর্ভুক্তমুলক দুর্যোগ প্রস্তুুুতি বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে কারিতাসের ডিআইডিআরএম প্রকল্পের সহযোগিতায় এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। শত শত দর্শক দুর্যোগের শিখন হিসাবে এই মাঠ মহড়া উপলব্ধি করেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআইডিআরএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুব্রত মল্লিক।এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, আঃ মান্নান, মাসুম বিল্লাহ মিন্টু, সেলিনা খাতুন, কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল ইসলাম টুটুল প্রমুখ।