আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিঘলিয়ার সব পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এবং বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট সদস্যরা উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তারা পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ধর্মীয় উৎসবকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজ করছে। মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।