বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সভাপতি ফাতেমা খাতুন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সভাপতি ফাতেমা খাতুন

কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন। গত বুধবার  কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি ছয় ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে মোট আটজন ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মোঃ ফেরদৌস হোসেন (পলাশ), মোঃ গোলাম সারোয়ার এবং ফাতেমা খাতুন। এর মধ্যে  ফাতেমা খাতুন আট ভোটের মধ্যে ছয় ভোট পেয়ে  নির্বাচিত হন। নির্বাচিত ফাতিমা খাতুন 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের পুত্রবধু ও আমাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেনের সহধর্মিণী। নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোহসীন আলি। 


আপনার জেলার সংবাদ পড়তে