বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই পি আর পদ্ধতি চালু করতে হবে। প্রচলিত পদ্ধতিতে কোনো দিনই জনগণের সঠিক মতামতের প্রতিফলন সম্ভব নয়, তাই পি আর পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচনকে জনগণ নিরপেক্ষ বলে মেনে নেবে না। গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশ ও জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। -^াধীনতা অর্জনের পর বিগত ৫৪ বছরের মধ্যে অনুষ্ঠিত অধিকাংশ নির্বাচনই ছিল বিতর্কিত। এই নির্বাচনগুলোতে ছিল ব্যাপক কারচুপি ও অনিয়ম, গণহারে ব্যালট পেপার ছিনতাই ও ভোট মারা, কেন্দ্র দখল, ডামি নির্বাচন, নিশি রাতের ভোট এবং ভোটারবিহীন নির্বাচন আয়োজন। সুতরাং দেশে একটি -^চ্ছ, বিশ্বাসযোগ্য এবং পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠিত করতে হলে আমাদের অবশ্যই এই কলঙ্কজনক অধ্যায় থেকে বেরিয়ে এসে পি আর পদ্ধতির নির্বাচন ব্যব-’া করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ শে সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মুখে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে কয়রার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ সায়ফুল্লাহের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও সহকারী সেক্রেটারি এ্যাডঃ মো-্তাফিজুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান,সাংবাদিক এম আয়ুব আলী, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা থানা সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।