শেরপুরে দুই দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ পিএম
শেরপুরে দুই দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে রেশমা কৃষি উদ্যোগের আয়োজনে দুই দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন পল্লী উন্নয়ন একাডেমি। দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী ও পুরুষসহ প্রায় ৪০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীদের কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, ভার্মি কম্পোষ্ট তৈরী, ব্যবহার ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার পরিচালক মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষি উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে তরুণ ও নারীরা যদি আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি কার্যক্রমে যুক্ত হয় তবে পরিবার ও সমাজ উভয়ই সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের কৃষি উদ্যোগকে আরও এগিয়ে নিতে সক্ষম হবেন। পাশাপাশি তারা নিজ নিজ এলাকায় কৃষক ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে পারবে।

উক্ত প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম, রেশমা কৃষি উদ্যোগের প্রতিষ্ঠাতা সুরাইয়া ফারহানা রেশমা, সাংবাদিক শাহনেওয়াজ শাওন, রাশেদুল হক, ইফতেখার আলম ফরহাদ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে