মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নব নির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪১ পিএম
মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নব নির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নব নির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। বিহারের সংঘরাজ ধর্মাদন্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্যপাঠ পাঠ করার বিহারাধক্ষ ধর্মসারথি উপাধি প্রাপ্ত  ভদন্ত শাসনানন্দ মহাথেরো বি এ (সন্মান)  এম এ (ফাস্ট ক্লাশ)। অভিজিৎ বড়ুয়া অভির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন কল্যান মিত্র ভিক্ষু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মির্জাপুর শান্তি বিহার পরিচালনা কমিটির সদস্য  ধর্মপ্রিয় চৌধুরী। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন প্রবীন সমাজ কর্মী বিজয় দর্শন বড়ুয়া, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া,  ওমান ছুর বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাঞ্চন বড়ুয়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ লায়ন অনুপম বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রগতি সংঘের সভাপতি সুব্রত বড়ুয়া বন্ধন। 

সভায় আগামী ৬ অক্টোবর বৌদ্ধদের পবিত্র শুভ প্রবারনা পূর্ণিমা মহাসমারোহে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে উদযাপন ও ২৫ অক্টোবর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব মহাসমারোহে উদযাপনের সকালের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে