শৈলকুপা হাসপাতালে ব্যাংকার্স ফোরাম শৈলকুপার সৌজন্যে সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে ৫ ডোজ এন্টিভেনম ভ্যাকসিন এর মূল্যের সমপরিমাণ অর্থ প্রদান করেছে সংগঠনিট।বুধবার বিকালে ঝিনাইদহ জেলার
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্যাংকার্স ফোরাম শৈলকুপার সভাপতি মহিবুল কাদির ফরহাদ শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও আব্দুল্লাহ আল মামুন এর কাছে এ অর্থ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরম শৈলকুপা এর সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যমুনা ব্যাংকের ডিএমডি শহিদুল ইসলাম, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু তালেব ও শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি"র পরিচালক ফারুক মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শৈলকুপা ব্যাংকার্স ফোরামের সভাপতি মহিবুল কাদির ফরহাদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য আগামীদিনে আরও এন্টিভেনম ভ্যাকসিন সরবরাহ করতে প্রস্তুত আছে সংগঠনের কর্মীরা।সাপে কাটা আর একটা লোকও যেন এন্টি ভেনম ভ্যাকসিনের জন্য মারা না যায়।