নড়াইল ২- আসনের এম পি প্রার্থী

নড়াইলে বিভিন্ন মন্দির পরিদর্শনে অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ পিএম
নড়াইলে বিভিন্ন মন্দির পরিদর্শনে অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম

নড়াইলে বিভিন্ন পূজা পূজা মন্দির পরিদর্শন করেন, নড়াইল জেলার ইসলামীন  আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর সহ- সভাপতি ও নড়াইল ২- আসনের এম পি প্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম।

জানা যায়, শারদীয় দুর্গা পূজার মহানবমী  উপলক্ষে বুধবার রাতে নড়াইলের মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির  সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন  তিনি।এসময় দলীয় নেতৃবৃন্দ সাথে ছিলেন। পরিদর্শনকালে বক্তব্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সাথে মিলেমিশে কাজ করতে হবে। মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে। মহিষখোলা গ্রামে মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে। সেখানে কোন বিরোধ নাই। যার যার ধর্ম সে পালন করছে।  নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ  নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো।

আপনার জেলার সংবাদ পড়তে