কয়রার বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শনে মাওলানা আবুল কালাম আজাদের

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৪:৫৪ পিএম
কয়রার বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শনে মাওলানা আবুল কালাম আজাদের

কয়রা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি খুলনা- ৬ কয়রা- পাইকগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। গত বুধবার ( ১ অক্টোবর)  দিন ব্যাপী তিনি এ সকল মন্দির পরিদর্শন সহ মত বিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের  নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান, মাষ্টার সাইফুল্লাহ, আবু সাইদ, মাকসুদ ফকির, মাষ্টার আওছাফুর রহমান, যুব বিভাগের মোনায়েম বিল্লাহ, হাফেজ জাহিদুর রহমান, এনামুল কবির, ছাত্র শিবিরের আসমাত উল্যাহ, মাজহারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের জামায়াতের অসংখ্য নেতা কর্মি।