লোহাগড়ার শিয়েরবরে মধুমতি নদীতে নৌকা বাইচ ও মেলা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ পিএম
লোহাগড়ার শিয়েরবরে মধুমতি নদীতে নৌকা বাইচ ও মেলা

নড়াইলের  লোহাগড়া উপজেলার  শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন মধুমতি নদীতে বৃহস্পতিবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা আলহাজ্ব  মোঃ মনিরুল ইসলাম। এসময় লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ উপস্থিত ছিলেন। এলাকাবাসী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

নৌকা বাইচ কে কেন্দ্র করে শিয়েরবর বাজার এলাকা ছিলো লোকে লোকারণ্য। বসেছিলো মেলা।  হাজার হাজার দর্শক এসেছিলেন বিভিন্ন গ্রাম থেকে। আয়োজকরা জানান ৯০ বছর ধরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। এটি গ্রামবাসীদের প্রাণের মেলা। মেলায় জিলাপী দামের দিক দিয়ে রেকর্ড ভেঙেছে। ১২০ টাকা কেজি দরে দুপুরে  প্রথমে জিলাপি বিক্রি হলেও সন্ধ্যার আগে বিক্রি হয়েছে ২শ টাকা কেজিতে। চাহিদা বাড়ায় মেলায় এতোদাম বেড়েছে বলে বিক্রেতারা জানান। এখানে উঠেছিল হরেক রকমের আচার। শিশু, যুবক, বৃদ্ধ সব শ্রেণির মানুষের যেন এটি প্রাণের মেলা ছিলো। প্রতিবছর দুর্গা পূজার দশমীতে এ মেলা ও নৌকা বাইচ হয়ে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে