লোহাগড়ায় বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট, আহত ৩৫

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ পিএম
লোহাগড়ায় বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট, আহত ৩৫

নড়াইলের লোহাগড়ার দুটি গ্রামে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের লোকজনের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট সহ অন্তত ৩৫ জনকে কুপিয়ে জখম করেছে। ব্যাপক ভাংচুর, লুটপাট  করা হয়েছে  উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলম মুন্সীর বাড়ি সহ অন্তত ৩০টি বাড়িতে। লুটপাট করা হয়েছে।  শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। 

লোহাগড়া উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলম মুন্সী সহ দিঘলিয়া পূর্বপাড় ও ভাটপাড়া গ্রামের  নারী ও পুরুষ জানায়,  শনিবার সকাল সাড়ে ৭টার পর হঠাৎ ভাটপাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জামাল মুন্সী, কোটাকোল গ্রামের হিসাম শেখ(নাশকতা মামলার আসামী),আকরাম শেখ(নাশকতা মামলার আসামী), কোটাকোল ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি লিটু মোল্যা, সাধারণ সম্পাদক মুস্তাক শেখ, যুবলীগের বদু মুন্সী ও জাহিদ মোল্যার নেতৃত্বে  প্রায় দেড়শ জন লোকে ঢাল,সড়কি, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ৩৫ জন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছে ভাটপাড়া গ্রামের সাজ্জাদ মোলা(৩০),নওশাদ শেখ(৩৬),সামিউল মোল্যা(২৫), কোবাদ(৩৫),জুবাদ(৩৭), সোহেল মোল্যা (৩০),  সোহান, সোহাগ, সজল মুন্সী, পিকুল মোল্যা, সাইফুল, দিঘলিয়া গ্রামের রবিউল মোল্যা(৩৫), দিঘলিয়া পূর্বপাড় গ্রামের বিল্লাল মোল্যা(৩৪),খায়ের মোল্যা (৪৫),

দিঘলিয়া পূর্বপাড় গ্রামের রানী বেগম(২০),মিতু খানম, সাজেদা বেগম, নাসি। আহতরা লোহাগড়া ও নড়াইল  হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আওয়ামীলীগের  দূর্বৃত্তরা এসময় দিঘলিয়া পূর্বপাড়  গ্রামের রবিউল মোল্যা, আবু খায়ের মোল্যা,আয়নাল মোল্যা, রাজ্জাক মোল্যা, ডাবলু মোল্যা, সাগর মুন্সী,  উপজেলা কৃষকদলের সভাপতি আলম মুন্সী, মুসা মোল্যা, মোশাররফ মোল্যা সহ ৩০টি বাড়িতে  পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। পলাতক থাকায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। ওই এলাকার লোকজন জানায়, আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে আতংকে আছি।

আপনার জেলার সংবাদ পড়তে