শেরপুরে উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৫০ পিএম
শেরপুরে  উপজেলা ও  পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদ নির্বাচনে জেলার ৩টি আসনে আগাম প্রার্থী ঘোষণার পর শেরপুর জেলার ৫ উপজেলা ও ১ পৌরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি জানান, শুক্রবার রাতে দলের বিভিন্ন পর্যায়ের পরামর্শ ও তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।শেরপুর সদর উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সদর উপজেলা মহিলা বিভাগের কর্মী জান্নাতুন নাসরিন মনোনীত হয়েছেন।

নকলা উপজেলা: চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শহর ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী সায়েমা আক্তারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা: চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী নাসরিন জাহান রিনা মনোনীত হয়েছেন।

ঝিনাইগাতী উপজেলা: চেয়ারম্যান পদে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাড. রাশেদ বিন কামাল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মহিলা বিভাগের কর্ম পরিষদ সদস্য মোরশেদা পারভীনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক ছাত্রশিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাছুরা খাতুন মনোনীত হয়েছেন। এছাড়া নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসিকে। এর আগে শেরপুর পৌরসভায় মেয়র পদে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, নকলা পৌরসভায় ফারদিন হাসান হাসিব এবং শ্রীবরদীতে আমির হামজা মিস্টারকে প্রার্থী ঘোষণা করা হয়। জেলা জামায়াত সূত্রে জানা গেছে, জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ইতোমধ্যে ৫০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে সুসংহত করতে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী ঘোষণার মাধ্যমে মাঠপর্যায়ে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার হয়েছে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত এবং জেলা-উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে