চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ পিএম
চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন

'শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ'- প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর এর আয়োজনে ৬ অক্টোবর সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর মো. এরশাদ উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার  মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নানা বয়সের শিক্ষার্থী, শিশুশিল্পী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজেই দেশ ও জাতির উন্নয়নের জন্য শিশুদের যথাযথ বিকাশের দিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে