সাতক্ষীরা-৩ আসন (কালিগঞ্জ-আশাশুনি) এর কালিগঞ্জের ৪ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান মোঃ আকতারুল ইসলাম চাম্পাফুল, নলতা, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপি’র কাউন্সিল নির্বাচনের জন্য আগামী ১১ অক্টোবর (শনিবার) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এ তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
ঘোষিত তফসিলে ৭ অক্টোবর সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জেলা বিএনপি’র কার্যালয় থেকে মনোনয়ন ক্রয়, ৮ অক্টোবর মনোনয়ন জমা ও প্রত্যাহার এবং ১১ অক্টোবর ওই চারটি ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে ভোটকেন্দ্রে বেলা ২ টা থেকে ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিটি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ৮ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। দীর্ঘ ১৩ বছর পর কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের উদ্যোগ নেয়ায় দলটির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এ প্রক্রিয়ায় জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব নির্বাচিত হবে এবং দলের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।