পাটকেলঘাটায় মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি নিখোঁজ, পাগল প্রায় পরিবার

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪৭ পিএম
পাটকেলঘাটায় মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি নিখোঁজ, পাগল প্রায় পরিবার

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষ্ণ পদ মন্ডলের ছেলে  ষাটোর্ধ মস্তিষ্ক বিকৃত  রনজিৎ মন্ডল নামের  এক ব্যক্তি গত তিন  হারিয়ে গিয়েছে।  তাকে পাওয়ার জন্য পরিবারের লোকজন পাগল প্রায়। পাটকেলঘাটা সহ জেলার বিভিন্ন স্থানে খুজেও তার সন্ধান মেলেনি। গতকাল তার ভাই বাসুদেব  মন্ডল এ প্রতিবেদককে জানান তার ভাই রনজিৎ মন্ডল (৬৩)  ৫ অক্টোবর  সোমবার সকালে বাড়ি থেকে বাজারে আসে তার পরে আর বাড়ি ফেরেনি। তিনি আরও জানান বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল চেকের লুঙ্গি, গায়ে ছিল লাল হাফহাতা গেঞ্জি, লোকটার চেহারা  মাঝারি শ্যামলা বর্ণের, মুখে খোচা খোচা দাড়ি। কোন সহৃদয় ব্যক্তি  তার  সন্ধান  পেলে নিন্ম ঠিকানায়  মোবাইল নাম্বারে  ০১৭৪৩১৪৬৪৯৪ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে