সেনবাগে অস্ত্রসহ ২ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:৪৮ পিএম
সেনবাগে অস্ত্রসহ ২ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার  করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, দুইটি দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার রাতে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড  দিলদার মার্কেটে সেনাবাহিনী  ও সেনবাগ থানা পুলিশ যৌথ ওই অভিযান পরিচালনা করে। দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে। ঘ্রেফতারকৃতরা হচ্ছে ঃ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর বেপারী বাড়ীর মোঃ সাইফুলের ছেলে মোঃ শাহদাত হোসেন ও  একই বাড়ীর আবুল কাশেমেে ছেলে মোঃ বাবলু। 

 ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ও মঙ্গলবার দুপুরে তাদের দুইজনকে  নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে