চাঁদপুর সদর আসনের হাইমচর উপজেলার অর্ধেক অংশ মেঘনার করাল গ্রাসে বিলীন বহু আগেই। এই উপজেলার প্রত্যন্ত অঞ্চল হচ্ছে নদীর ওপার চর এলাকা। দুই দিনের নির্বাচনী প্রাক প্রস্তুতির কর্মযজ্ঞে অংশ নেন চাঁদপুর ৩ সদর ও হাইমচর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত এমপি প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হাত পাখার পক্ষে তিনি চষে বেড়ান চরাঞ্চল এলাকা। এ যেন এক নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দার উন্মোচনের প্রত্যাশা তৈরি হয়েছে।
ঐ অঞ্চলের বেশিরভাগ মানুষ শ্রমজীবী সহজ সরল। বেশিরভাগ নারীদের বাড়িতে সিজনাল ফসলাদি সংরক্ষণে ব্যস্ত থাকতে হয়,পুরুষরা ফসলের মাঠ এবং নদীতে মাছ আরোহণের পেশায় বেশিরভাগ নিয়োজিত। ০৮.১০.২৫ হাইমচর তেলির মোড় থেকে দুই দিনের রিজার্ভ টলার নিয়ে
মেঘনার বুক চিরে ৪নং নীলকমল ইউনিয়নের মাঝির টেক থেকে শুরু হয় গণসংযোগ সৌজন্য সাক্ষাৎ। কাঁচা রাস্তা মাইলের পর মাইল পায়ে হাটা দুই পাশে শাড়ি বদ্ধ চাপা কলাবাগানের মনোরম দৃশ্যও যেন চরাঞ্চলের মানচিত্রের আলাদা এক আর্ট।
রাস্তার দুই সাইডে ফাঁকা ফাঁকা বসতি অধিকাংশ পরিবারের কাছেই হাত পাখার মনমুগ্ধকর স্লোগান ও প্রার্থীর পক্ষ থেকে ছাপানো লিফলেট পৌছানোর চেষ্টা করা হয়েছে ।
নীলকমল ও হাইমচর ইউনিয়নের ছোট বড় প্রত্যেকটা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে এবং তাদের সুবিধা ও অসুবিধা ও সুখ দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেছি। তাদের মনের মাঝে যে ক্ষোভ ও দুঃখ বিরাজ করছে সেটা হল স্বাধীনতার ৫৪ বছরেও তাদের অঞ্চলের মৌলিক সমস্যার সমাধান হয়নি ।
তাদের মৌলিক সমস্যা তিনটি। শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াতের সুব্যবস্থা অভাব। তাদের বক্তব্য হলো ভোটের বাজারে আমাদেরকে সস্তায় ব্যবহার করে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কেহ বুঝেনা। আমি তাদেরকে আশ্বস্ত করেছি ইসলামী আন্দোলনের জনপ্রতিনিধি যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে আপনাদের দুঃখ দুর্দশা সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে ইনশাআল্লাহ।
সফরটি কষ্টসাধ্য হলেও আল্লাহ সুস্থ রেখেছেন বিশেষ করে যে পরিমাণ ঘাম ঝরেছে যে পরিমাণ কাঁচা রাস্তায় পায়ে হাঁটতে হয়েছে এটা শুধু মাবুদই ভালো জানে শুধু আমি কেন আমার সাথী সঙ্গী যারা ছিলেন সবাই কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে। বিশেষ করে ধারাবাহীক এ সফরে তৃণমূল শাখার সাথে যোগাযোগ রক্ষা সার্বিক তদারকি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল ও আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন সমন্বয়কারী এইচএম নিজাম।
হাইমচর উপজেলার ইউনিয়নের সার্বিক যোগাযোগ এবং সফরের বিষয়ে সার্বিক তদারকি করেছেন হাইমচর উপজেলা সেক্রেটারি মোঃ ফখরুল ইসলাম শিমুল।
সফরসঙ্গী হিসেবে আরো ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সভাপতি ডিএম ফয়সাল সদর উপজেলার সভাপতি মোহাম্মদ নাসিরুল্লাহ বাহাদুর, যুব আন্দোলনের জেলা দায়িত্বশীল মোঃ ফরিদ উদ্দিন নেয়ামত,যুব আন্দোলনের হাইমচর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ইহা ছাড়া নীলকমল ও হাইমচর ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ তাদের শ্ব শ্ব ইউনিয়ন ওয়ার্ডে গণসংযোগে অংশগ্রহণ করেন।