ঝিকরগাছায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ১১ অক্টোবর, ২০২৫, ০১:৫৫ পিএম | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০১:৫৫ পিএম
ঝিকরগাছায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

যশোরের ঝিকরগাছায় ডাকাতির প্রস্তুতিকালে কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামার থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের  কাছ থেকে দেশিও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। হাঁসের খামারটি  পুরন্দরপুর গ্রামের  আজিজ ড্রাইভার এর ছেলে সোহাগের (৩৬)। 

অভিযান কালে সেখান থেকে ঝিকরগাছার পারবাজারের মৃত আশিকুর রহমানের ছেলে হাসিবুল(২৮), কাউরিয়া মুন্সী পারা গ্রামের মৃত হাবিবুল্লাহ দেওয়ান এর ছেলে মাহাবুবুর রহমান (৩৬), মনিরাম্পুরের ঝাপা গ্রামের মমিনুর রহমানের ছেলে ইউনুস আলি (২৫) এবং একই গ্রামের মোশারেফ হোসেনের  ছেলে শিমুল (২৭) কে আটক করে।এ সময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে সোহাগ (৩৬) পালিয়ে যান। এ সময় হাঁসের খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপা যন্ত্র, লোহা কাটা করাত, জ্যাকেট সহ ডাকাতি কাজে বাবহারিত বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়।  

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১ টায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মাদ গাজী জানান , ডাকাতির প্রস্তুতির বিষয় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। তিনি  আরও জানান  দুপুরে মামলা শেষে আটক কৃতদের কোর্টে সোপর্দ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে