চৌগাছায় যুবকের আত্মহত্যা

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) :
| আপডেট: ১১ অক্টোবর, ২০২৫, ০২:৩২ পিএম | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০২:৩২ পিএম
চৌগাছায় যুবকের আত্মহত্যা

যশোরের চৌগাছায়  রানা (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের  হিজলি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। পারিবারিক সুত্রে জানাযায় রানা গত ৭ অক্টোবর পারিবারিক কলহে রাগ করে বিষপান করে। তাকে প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৯ অক্টোবর তাকে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। এ অবস্থায় ১০ অক্টোবর শুক্রবার রাতে রানা হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতেই মৃত্যুবরণ করে। রানা পেশায় একজন রাজমিস্ত্রি।  চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে