তারেক রহমানের নির্দেশে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গী বিতরণ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৪:২৭ পিএম
তারেক রহমানের নির্দেশে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গী বিতরণ

ভালুকা পৌরসভার ৯টি ওয়র্ডের ১০ হাজার নারী-পুরুষের মাঝে উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেনায় ভালুকা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম নিজস্ব অর্থায়নে শনিবার দুপুরে পৌরসভার কাঁঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা সরকারী কলেজ মাঠ থেকে ওই শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। 

শাড়ি ও লুঙ্গী বিরনের পুর্বে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, ভালুকা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত অঅহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, মো. মজিবুর রহমান মজু, মো. রুহুল আমিন রুহুল, মো. সিরাজুল ইসলাম ঢালী, প্রমূখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিগত ফ্যাসিষ্ট শৈরাচারী সরকারের সতর বছর মামলা হামলার করে আমাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেয়নি। আমাদেরকে ঘরে বসে রাজনীতি করতে হতো। আমরা সাধারণ মানুষ থেকে একটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। রাজনীতি হলো উন্মোক্ত মঞ্চ সেখানে বিভিন্ন দল তার কথা বলবে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আপনার কথা আপনি বলবেন, যদি বিএনপির নেতা-কর্মী আপনাদের উপর অন্যায় আচরণ করে, নির্যাতন করে, আপনাদের কোন কাজে বাধা প্রদান করে আর শুধু বহিষ্কার নয় বিচার করা হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডে সর্বস্তরের মানুষকে উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী দেয়া কথা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে