চাঁদপুর বহরিয়ায় তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৫:৪৯ পিএম
চাঁদপুর বহরিয়ায় তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার সংলগ্ন তাকওয়া মডেল একাডেমিতে শনিবার (১১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও মেধা বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান। রঙিন সাজে সেজেছিল পুরো মাঠ, শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে মুখর ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধু ভালো ছাত্র হলেই হবে না - আগে হতে হবে একজন ভালো মানুষ। শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। তাঁর মতে, লেখাপড়া জানলেই কেউ ভালো মানুষ হয় না; বরং পরিবার থেকেই শেখা উচিত মায়া, শ্রদ্ধা আর মূল্যবোধ। আর এই শিক্ষার শুরু হয় মায়ের কাছ থেকে - তাই মায়েদের ভূমিকা সর্বাগ্রে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ব্যবসায়ী শরীফ মো. আশরাফুল হক।

পুরস্কার বিতরণের আগে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন একাডেমির শিক্ষকবৃন্দ। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। উচ্ছ্বাসে ভরে ওঠে শিশুদের মুখ, আনন্দে কাঁপে তাকওয়া মডেল একাডেমির মাঠ। এই সুন্দর আয়োজনে পৃষ্ঠপোষকতা করে চাঁদপুর  তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার।

আপনার জেলার সংবাদ পড়তে