ইসলামী ফ্রন্ট ও যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার অভিষেক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ পিএম
ইসলামী ফ্রন্ট ও যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার অভিষেক
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী বলেছেন, সিএস খতিয়ানমূলে এই ভূখণ্ডের মালিক আল্লাহর ওলীরা। হযরত শাহজালাল (র.)'র নেতৃত্বে ৩৬০ আউলিয়া এই ভূখণ্ডে এসে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করেছেন। সে সুবাদে আজকে এই দেশের শতকরা নব্বই ভাগ মুসলমান। হযরত শাহজালাল (র.)'র সঙ্গী সাথীদের আরামগাহ্ তথা মাজার দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এসব মাজার জিয়ারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে যান। ওলী প্রেমিক সুন্নী মুসলমানরা মাজার জিয়ারত করতে যান। অথচ মুসলমান নামধারী এক শ্রেণির উগ্রবাদী নিজেদের তৌহিদী জনতা নাম দিয়ে মাজার জিয়ারতকে 'মাজার পূজা' অপবাদ দিয়ে মাজারে হামলা চালানো শুরু করে। তারা গত একবছরে শতাধিক আল্লাহর ওলীর মাজারে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।  অনেক জিয়ারতকারীর উপর হামলা চালিয়ে আহত করেছে। আল্লাহর ওলীদের সাথে এই বিদ্বেষ, শত্রুতা আল্লাহ পাক সহ্য করেন নাই। তাদেরকে আল্লাহ পাক দুর্গা পূজারি, মূর্তি পূজারি, মন্দির পাহারাদার হিসেবে চিহ্নিত করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহর ওলীদের সাথে শত্রুতা করার দুনিয়ায় শাস্তি। এটা তাদের উপর আল্লাহর লা'নত। তিনি বলেন, মুসলমান হয়ে কীভাবে সরাসরি শিরক যেখানে সেই পূজা মণ্ডপে গিয়ে বলে, এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি (নাউজুবিল্লাহ), আবার বলে রোজা-পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা, মুসা একই (নাউজুবিল্লাহ আসতাগফিরুল্লাহ)। এরা আবার কীভাবে ইসলামী সংগঠন দাবি করে!? এরা মিলাদের তবররুক নিয়ে অনেক বাজে কথা বলে, অথচ তারা পূজার প্রসাদ গ্রহণ করে! এরা কেমন মুসলমান!?  এদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গেছে। জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে।
তিনি শনিবার (১১ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদগঞ্জ শহরে উপজেলা গাউছিয়া কমিটির অফিসে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুন্নীদের রাজনৈতিক সচেতন হতে হবে। মানবগড়া মতবাদ ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাজনৈতিক প্লাটফর্মে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা বৃহত্তর সুন্নী জোট থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনসহ জেলার সবকটি আসনে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম আল-কাদেরী ও ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল করিম বাছিম। আলোচনা পর্ব শেষে ইসলামী ফ্রন্ট ও ইসলামী যুবসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী। সবশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আপনার জেলার সংবাদ পড়তে