চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারীর পক্ষে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব পৌর এলাকার নবকল ও ওয়াপদা এলাকার বিভিন্ন বাড়ীতে ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন মতলব পৌরছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী আহমেদ শাওন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলানা কচি। জেলা যুবদলের সদস্য মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুবদল নেতা মুক্তার দেওয়ান, উত্তম, ছাত্রদল নেতা মো. ইমন খান, মান্না, সবুজ, সানজারি সরকার, রিফাত, তামিম, রাতুল, ফাহাদ প্রমুখ।
মতলব পৌর এলাকার ওয়াপদা বাজার, চৌ-রাস্তা মোড়, কাজলী মোড় ও নবকলস, ঢাকিরগাঁও এলাকার বেশ কয়েকটি বাড়ীতে বিভিন্ন স্থানে দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী, রিক্সা-অটোরিক্সা চালক ও যাত্রীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করাহয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।