চাঁদপুর সদরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা অফিসের সামনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
বিতরণকালে তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি হবে আরও গতিশীল ও উন্নত। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকগণ
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায় জানান, এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে এবং কৃষকের মাঠে চাষযোগ্য মোট ৩২৫ জনকে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১২৫ জন কৃষককে ৭ ধরনের উপশী সবজির বীজ, ৪০ জনকে হাইব্রিড লাউ, ৪০ জনকে মিষ্টিকুমড়া,৬০ জনকে বেগুন এবং ৬০ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।