এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

চাঁদপুরে জিপিএ ৫ পেয়েছে ৩৪৭ জন পাসের হার ৪৮.৫৫ শতাংশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৬ পিএম | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৬ পিএম
চাঁদপুরে জিপিএ ৫ পেয়েছে ৩৪৭ জন পাসের হার ৪৮.৫৫ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ। শিক্ষা বোর্ড কুমিল্লার অধীন চাঁদপুর জেলাতে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ৩৪৭ জন। 

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য জানা যায়, চাঁদপুর জেলার এইচএসসি ২০২৫ এর ফলাফলে সর্বমোট ৬৯ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৩১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৫৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন। পাশের হার ৪৮.৫৫ শতাংশ। 

চাঁদপুর জেলার আলিম ২০২৫ এর ফলাফলে আট উপজেলার ৯৭ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫০৬ জন।উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৬০ জন।আর জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন।পাশের হার ৭০.২৩ শতাংশ। 

অপরদিকে, চাঁদপুর জেলার এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় জেলার আট উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  পরীক্ষায় অংশ নেয় ৯৯২ জন শিক্ষার্থী।  উত্তীর্ণ হয়েছে ৭৪৫ জন। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন।মোট পাশের হার ৭৫.১০ শতাংশ। 

চলতি ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরে এবার  পাসের হার এবং জিপিএ ৫ দুটোই কমেছে। ফলাফল বিপর্যয় হিসেবে দেখছেন স্থানীয়  পর্যবেক্ষক মহল। 

আপনার জেলার সংবাদ পড়তে