চাঁদপুর স্টেডিয়ামে ডিসি কাপ ফুটবলের ফাইনাল ও সমাপনী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৫:১৪ পিএম
চাঁদপুর স্টেডিয়ামে ডিসি কাপ ফুটবলের ফাইনাল ও সমাপনী

চাঁদপুর ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আজ শনিবার ১৮ অক্টোবর বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। 

জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অতিথিবৃন্দসহ ক্রীড়া সংশ্লিষ্ট  কর্মকর্তাগণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত ২২ সেপ্টেম্বর ২০২৫ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ৮ টি উপজেলা দল নিয়ে এবার মাঠে গড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২১তম আসর। ১৯৮৪ সালে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ এর সর্বশেষ টুর্নামেন্ট হয়েছিলো ২০২৩ এ। এক বছর বিরতির পর আবারও চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি।

চাঁদপুর জেলার স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা বাধ্যতামূলক করা হয় এ টুর্নামেন্টে।

আপনার জেলার সংবাদ পড়তে