চাঁদপুর প্রেসক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর, ২০২৫ ইং তারিখে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ব্যবহারিক নীতিশাস্ত্র, সর্বমুখী সাংবাদিকতা ও এআই টুলসের ব্যবহার”শীর্ষক এ প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।
এসময় তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন-
“সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজে আস্থা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তির পাশাপাশি নৈতিকতার প্রতি সর্বোচ্চ যত্নবান হতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আজকের প্রশিক্ষণ কেবল পেশাগত উন্নয়ন নয়, বরং মানবিক ও নৈতিক সাংবাদিকতার প্রতিশ্রুতি নবায়নেরও একটি সুযোগ।” চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) ব্যবহার করে সংবাদ প্রস্তুতির আধুনিক কৌশলসহ সর্বমুখী সাংবাদিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে এআই টুলস, যেমন কনটেন্ট যাচাই ও বিশ্লেষণ-অ্যাপ, ফ্যাক্ট-চেকিং সফটওয়্যার এবং ডেটা-ভিত্তিক প্রতিবেদনের নতুন কৌশল কাজে লাগানো যায়।
বিশেষজ্ঞরা বলেন, সাংবাদিকতার বিশ্ব এখন দ্রুত বদলাচ্ছে। তাই সংবাদকর্মীদের শুধু সংবাদ সংগ্রহ নয়, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা বজায় রাখা সময়ের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কাদের পলাশের সঞ্চালনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সমন্বয়কারী ও প্রশিক্ষক-মণ্ডলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।