চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইজিবাইক চালক ইব্রাহিম পাটোয়ারীকে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত।সোমবার ২০ অক্টোবর ২০২৫ দুপুরে আসামীদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
মামলা সুত্রে জানা যায় যে, একই উপজেলার আসামী আরিফ হোসেন, পিতা নুরুল ইসলাম ও সবুজ, পিতা শহীদুল্লাহ প্রধান ইজিবাইক চালককে বাড়ি থেকে ডেকে এনে ইসলামাবাদ কাদিরের মৎস্য হ্যাচারিতে মেরে ফেলে রেখে যায়। পরবর্তীতে ইজি বাইক চালকের স্ত্রী বাদী হয়ে ২০২০ সালে ঘটনার পরপরই মামলাটি দায়ের করেন।