রাজশাহীর বাঘায় মা ইলিশ রক্ষার্থে পদ্মা অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি। নৌ-পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ইলিশ জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। এরপর কিছু অসাধু জেলে মাছ শিকার করছিলেন। আমাদের দেখে ২০ হাজার মিটার জাল ও ধরা ৭ কেজি মাছ ফেলে পালিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় দেয়া হয়েছে। জালের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।