রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় ওয়ার্ড বিএনপি নেতা শাহিনুর রহমান (৩৫) নিহত হয়েছে। শনিবার (২৫) অক্টোবর) দুপুর ১২ টা দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহিনুর রহমান মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও গঙ্গারামপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে শাহিনুর রহমান মনিগ্রাম বাজারে যাচ্ছিলেন। এ সময় বাজারের মাঝামাঝি স্থানে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে তাৎক্ষনিক রাজশাহী মেেিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঘন্টা খানেক চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনায় এক বিএনপি নেতা হাসপাতালে মারা গেছে শুনেছি।