বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোচ চত্বরে জড়ো হয়। এসময় যুবলের নেতাকর্মীরা বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে সমাবেশে ও বর্নাঢ্য র্যালিতে অংশ নেয়। বিকেলে বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঢাকামোড় কোচ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন। যুবদলের সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক। এসময় প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি'র পক্ষে ভোট বিপ্লব হবে। সমাবেশে এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, মো: রায়হান আলী, হারুনুর রশিদ মুকুল ও সমাবেশের প্রধান বক্তা পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।