ভোলার দৌলতখানে একাধিক মামলার আসামি আল আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার সময় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ওই ওয়ার্ডের হেজু সর্দার বাড়ির আলমগীরের ছেলে। শনিবার বিকেলে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও মারামারির দুটি মামলা করে তাকে ভোলা জেল হাজতে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
এসব কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী তার বসত-বাড়িতে ঘেরাও করে পুলিশকে খবর দেয় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসার পথে স্থানীয় জনতা আল আমিনকে মারধর করে।
এ ঘটনায় পুলিশ সাধারণ জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। রাতে সাধারণ জনতা থানার সামনে মিছিল করে তার অপরাধ কর্মকাণ্ডের বিচার দাবি করে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান আমার দেশকে জানান, আল আমিন একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।