শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ঐতিহাসিক রাস মেলার উৎসব

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম
শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ঐতিহাসিক রাস মেলার উৎসব

বুধবার ৫ নভেম্বর দিবাগত মধ্য রাতে কান্তনগর মন্দিরের রাস বেদিতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহের রাস উৎসব অনুষ্ঠিত হবে। রাস উৎসব উপলক্ষ্যে কান্ত নগর মন্দিরে বিশাল চপ্তর জুড়ে চলছে মাস ব্যাপী রাস মেলার প্রস্তুতি। 

এদিকে ঐতিহাসিক রাস উৎসব উপলক্ষ্যে কান্তনগর মন্দিরের বিশাল চত্ত্বর জুড়ে দুর-দুরান্ত হতে মেলায় এসেছে বিভিন্ন দোকান পাট, চলছে মাস ব্যাপী মেলার প্রস্তুতি। এই মেলায় দেশের দুর-দুরান্ত থেকে আসা পূন্যার্থীদের পদভারে মন্দির চত্ত্বর মুখোরিত হয়ে উঠেছে। উপ-মহাদেশের মধ্যে বিরল পোড়া মাটির টেরাকোটা খন্ডিত কারুকার্য সম্বলিত কান্তনগর মন্দির দেশি-বিদেশী পর্যটকদের কাছে যেমন আকর্ষনীয় তেমনিভাবে ভক্ত প্রাণ হিন্দু সম্প্রদায়ের কাছে তীর্থ স্থান হিসেবে চিহ্নিত হয়ে আসছে। রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূর্ণের কাজ বলে ভক্তরা বিশ্বাস করেন। 

এছাড়াও অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুড়ি, শাঁখা-সিঁদুর সহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান ও বসে এই মেলায়। বৃহত্তর দিনাজপুর-রংপুর জেলার হাজার-হাজার মানুষ এই পার্শ্ববর্তী ভারত ও বিভিন্ন দেশের পর্যটক এবং ভক্তবৃন্দের সমাগম ঘটে এই রাস মেলায়।

আপনার জেলার সংবাদ পড়তে