ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নে ১০ হাজার নারী-পুরুষের মাঝে উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন মনোনয়ন বঞ্চিত ভালুকা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। ৪ নভেম্বর দুপুরে নিজস্ব অর্থায়নে ধীতপুর খেলার মাঠে ১০ হাজার নারী পুরুষকে শাড়ি-লুঙ্গী উপহার হিসাবে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় দেড় লাখ নারী পুরুষকে শাড়ী ও লুঙ্গি উপহার হিসাবে দেয়ার কথা রয়েছে।
শাড়ী ও লঙ্গি বিরতনের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ধীতপুর ইউনিয় বিএনপির সভাপতি মীর তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত অঅহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করার জন্য নেতাকর্মীদের আহবান করেন। তিনি আরো বলেন কাজ করে যাচ্ছি চুরান্ত মনোনয়ন দেয়া হয়নি। মনোনয়ন পরির্বতন হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ,হাজী শহিদুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,মজিবুর রহমান মজু,রুহুল আমিন রুহুল,আইয়ুব আলী কমান্ডার সদস্য সিরাজুল ইসলাম ঢালী,নাইমুল করিম জান্নাত,আবু সায়িদ জুয়েল,আব্দুর রব,বুলবুল আহাম্মেদ,শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,শাহ মোহাম্মদ সুজন,কায়সার আহাম্মেদ কাজল,মানিক, তিয়াস মাহমুদ শুভ, তানভির আহাম্মেদ শান্ত প্রমূখ।