শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম
শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায়ে প্রকল্পের জেলা সমন্বয়ক মো. গোলাম রব্বানী।কর্মশালায় জানানো হয়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মোট ২ হাজার ৫০টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ২ হাজার ৩৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, এ সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে মোট ৩ কোটি ৯ লক্ষ ১৮ হাজার (জমির ক্ষেত্রে আনুমানিক মূল্য ধরে) ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসনীয়। এ গ্রাম আদালত প্রান্তিক পর্যায়ে বিরোধ সমাধানের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গ্রাম আদালত নিয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে এখন গ্রাম আদালতের ওপর ভরসা বেশি। একইসাথে মামলার জট কমাতে গ্রাম আদালত ভালো ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

আপনার জেলার সংবাদ পড়তে