মণিরামপুর সড়কে ঝরলো স্বামী-স্ত্রীর প্রাণ

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৮:১৭ পিএম
মণিরামপুর সড়কে  ঝরলো স্বামী-স্ত্রীর প্রাণ

যশোরের মণিরামপুরে মালবাহি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী গ্রামের মৃত. অনন্ত দাসের ছেলে রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাপিয়া দাসকে নিয়ে মণিরামপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রোহিতার উদ্দেশ্যে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথিমধ্যে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে