চাঁদপুরে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৪ কিশোর অপরাধীকে আটক করেছে যৌথবাহিনী। ০৬ নভেম্বর ২০২৫ তারিখ স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং মিনহাজ (১৬), সাগর (১৬), মেহেদী হাসান (১৭) এবং মুন্না (১৬)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে ৭টি দেশীয় অস্ত্র (১টি চাইনিজ কুড়াল, ২টি রাম দাএবং ৪টি স্টিলের পাইপ) উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র এবং গ্রেফতারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালিত হয়েছে।