চাঁদপুরে অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৮:৪৫ পিএম
চাঁদপুরে অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী  কর্তৃক অবৈধ প্রসাধনী কারখানার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় কারখানা মালিককে ,৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

০৫ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪:০০ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত   চাঁদপুর জেলার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন উপস্থিতিতে অবৈধ প্রসাধনী কারখানার বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর জেলার সদর উপজেলায় বাবুরহাট বাজার এলাকায় জেএস কনজিউমার এন্ড নিউট্রিক এয়ার লিমিটেড নামে একটি জালিয়াতি প্রসাধনী কারখানার প্রমাণ পাওয়া যায়। উক্ত কারখানায় বিদেশী ব্রান্ডের নকল সাবান এবং শ্যাম্পু তৈরীর প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে উক্ত কারখানাকে ৫০০০০.০০ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে