সোনাইমুড়ীতে ইতালি বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ১০:৩৮ পিএম
সোনাইমুড়ীতে ইতালি বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা

নোয়াখালীর সোনাইমুড়িতে ইতালি বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরা কে ফুল দিয়ে বরণ করেছে নাটেশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার ১ জানুয়ারি নাটেশ্বর দীঘির যান আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এর সামনে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।  এরপর নেতাকর্মীরা আনন্দ, উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে তার সাথে তার গ্রামের বাড়িতে যায়। সেখানে গ্রামবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন। তিনি বলেন নাটেশ্বর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছে।  আগামীতে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত আছে।  এরই ধারাবাহিকতায় তিনি এলাকায় দলকে আরো সুসংগঠিত করে এগিয়ে নিতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন, কেউ বিএনপির মধ্যে ফাটল ধরাতে পারবেনা। তিনি মা-বাবার কবর জিয়ারত করে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে