চাঁদপুর পৌরসভার ৩০ লক্ষ টাকার ট্যাক্সের বকেয়া পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ রেখে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) সকালে শহরের পৌর বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে মার্কেট মালিক বকেয়া পরিশোধে রাজি হওয়ায় শেষ বিকালের দিকে পৌর কর্তৃপক্ষ ওই ময়লা সরিয়ে নিয়েছে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চাঁদপুর শহরের আভিজাত বিপনী মার্কেট ফয়সাল শপিং কমপ্লেক্সের গাড়ির গ্যারেজের সামনে স্তূপ করে রাখা হয়েছে ময়লার ভাগার। এসব ময়লা পৌরসভার নিজস্ব যানবাহনে করে শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে স্বর্ণগোলায় ডাম্পিং করে পৌর কর্তৃপক্ষ। একটি অভিজাত বিপনী মার্কেটের সামনে এমন ময়লার স্তূপের জন্য মার্কেটে আসা ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দুর্ভোগে পড়ছে ওই পথে যাতায়াত করা পথচারীরা। তবে ওই সময়ে সেখানে পৌরসভার কোন কর্মকর্তা কিংবা কর্মচারীদের দেখা যায়নি।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ -এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এটি সাময়িক একটি প্রতিকী উদ্যোগ। মার্কেটে মালিক পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। তার ট্যাক্স পরিশোধ করবে। আমরা সবোর্চ্চ এক ঘন্টার মধ্যে এগুলো সরিয়ে ফেলব।