বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে প্রতিরোধের মুখে খোকন ও তার সমর্থকরা

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:৪১ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে প্রতিরোধের মুখে খোকন ও তার সমর্থকরা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইনের উপর বিক্ষোভ করেছে নেতাকর্মীদের একাংশ। এ সময় আমিনুল ইসলামের সমর্থকদের পাল্টা বিক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়েন তারা। রোববার সকালে জেলার নাচোল উপজেলা রেল স্টেশনের সামনে এ বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে রেললাইনের উপর বিক্ষোভ শুরু করেন। তারা বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী বদলের দাবি জানান। এ সময় আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেন এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের চেষ্টা করে। এতে স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিক্ষোভ, পাল্টাবিক্ষোভে ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি স্বাভাবিকভাবেই ছেড়ে যায় স্টেশন থেকে।

ওই বিক্ষোভে নেতৃত্ব দেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। তিনি বলেন, প্রার্থী বদলের দাবিতে আমরা প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি পালন করেছি। আমরা চলে আসার সময় আমিনুলের সমর্থকরা পাল্টা বিক্ষোভ করে। 

নাচোল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নাচোল স্টেশনের কার্যাক্রম বা ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে