কালিয়াকৈরে বিএনপির লিফলেট বিতরণ

কৃষকদলের কেন্দ্রীয় নেতা ভিপি ইব্রাহীমের মনোনয়ন দাবী

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:০৮ পিএম
কৃষকদলের কেন্দ্রীয় নেতা ভিপি ইব্রাহীমের মনোনয়ন দাবী
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আলোকে উপজেলা কৃষকদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।  ( ২০ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের উদ্যোগে উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা  লিফলেট বিতরণ করেছে।  এ সময়  কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী হান্নানের নেতৃত্বে একটি মিছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালিয়াকৈর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক  খান ,  উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান গাজী, কালিয়াকৈর পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন  বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, মৌচাক ইউনিয়ন  কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আটাবহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।  এসময় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে কেন্দ্রীয়  কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ ন ম ইব্রাহিম খলিলের  পক্ষে মনোনয়ন দাবী করে ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে