রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ১

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:০০ পিএম
রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ১
রাজশাহী নগরীতে গভীর রাতে ধারালো অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মিঠুন কুমার (২৩)। তিনি জেলার বাগমারা উপজেলার বড়বিহানালী বড়কয়া এলাকার শীবেন চন্দ্রের ছেলে। রাজশাহীতে তিনি প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। এছাড়া মিঠুন কুমার মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং নিয়মিত মাদক সেবন করতেন বলে জানা গেছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই শাহ আলম বলেন, ‘একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর সপুরা এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বাসাটি বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার (মেজর) মাহফুজুর রহমানের। তিনি চট্টগ্রামে কর্মরত রয়েছেন। ঘটনার সময় তার মা মোছা. মুর্শেদা খাতুন এবং ভাতিজা আমানুল্লাহ আমান বাসায় ছিলেন। তার মা মুর্শেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত এবং ভাতিজা আমানুল্লাহ আমান সাংবাদিকতা করেন। এ ঘটনায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছা. মুর্শেদা খাতুন বলেন, ‘এটা চুরি মনে হলেও দুর্বৃত্তরা দুর্ধর্ষভাবে ডাকাতির স্টাইলে ঘটনাটি ঘটিয়েছে। প্রথমে রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে সেখান দিয়ে ভেতরে ঢোকে। তার কাছে ধারালো অস্ত্র ছিল। এছাড়া টেবিলের ওপর বাসার সবজি-তরকারি কাটার বটি (হাসুয়া) রেখেছিল সে, যাতে আমরা দেখে ফেললে বা ঘুম ভাঙলে আমাদের ওপর আক্রমণ করতে পারে। প্রথমে ড্রয়িং রুম থেকে ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। এরপর আমার শয়নকক্ষে প্রবেশ করে। তবে আমাদের ঘুম ভাঙলে আমাদেরকে অবরুদ্ধ করে গেটের তালা খুলে নিচে যায়। এটা হত্যা করার উদ্দেশ্যই ছিল দুর্বৃত্তদের। দ্রুত পুলিশ না এলে আরও বড় ধরনের জানমালের ক্ষতি হতো। হয়তো আমাকে ও আমার নাতিকে মেরেই ফেলত। ঘটনার সাথে জড়িত আমি দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
আপনার জেলার সংবাদ পড়তে