কয়রায় সুন্দরবনে জলবায়ু -সহনশীল জীবিকায় নারীদের অভিযোজন পরিকল্পনা প্রকল্পের দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজন এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের (জিসিএ) অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ,ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস,মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার আবুল কালাম, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান আব্দুল্লাহ রাফাত, এরিয়া সুপাইভাইজার শামীম হোসাইন, সেলিম আহমেদ প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার রাউফুর আদনান। অনুষ্ঠানে মহেশ্বরীপুর ও উত্তর বেদকাশি ইউনিয়নের সুন্দরবন নির্ভর নারী সদস্য প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, লোকাল লেভেলের কমিউনিটির লিডার, সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, ক্লাব প্রতিনিধি, কৃষক নেতা, ঘের মালিক, মহিলা উদ্যোক্তা, রুরাল ভালনারেবল কমিউনিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।